বিকাশে টাকা পাঠানোর নিয়ম | বিকাশে টাকা পাঠানোর চার্জ

বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানাতে আজকের এই পোস্ট। 2011 সালে বাংলাদেশে বিকাশের আগমন। বিকাশ তথ্য মতে বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা পাঁচ কোটিরও বেশি। এই বিপুল সংখ্যক গ্রাহকের মধ্যে অনেকে এমন আছেন যারা নিজের বিকাশ একাউন্ট থেকে টাকা কিভাবে পাঠাবেন তা জানেন না।

অনেক নতুন গ্রাহক রয়েছেন যাদের এই বিষয়ে সঠিক ধারণা নেই।

Above all, সকল বিকাশ বিকাশ গ্রাহককে টাকা পাঠানোর সঠিক নিয়মটি জানানোর চেষ্টা করবো এই পোস্ট।  

বিকাশ বাংলাদেশ আপনাকে টাকা পাঠানোর জন্য দুইটি পদ্ধতি দিয়েছে। মূলত দুইটি থেকে বেশি পদ্ধতি রয়েছে তবে একজন সাধারন গ্রাহকের জন্য দুইটি পদ্ধতি প্রকৃত।

বিকাশে টাকা পাঠানোর নিয়ম ও চার্জ – এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠানোর নিয়ম

বিকাশে টাকা পাঠানোর নিয়ম ও চার্জ
বিকাশে টাকা পাঠানোর নিয়ম ও চার্জ
ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

একটি হচ্ছে পার্সোনাল পার্সোনাল নাম্বারে বিকাশ সেন্ডমানি, আর অন্যটি হচ্ছে পার্সোনাল নম্বর থেকে এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ আউট এর মাধ্যমে প্রেরণ করা।

For instance, একজন সাধারণ গ্রাহক পার্সোনাল থেকে ক্যাশ আউট টি সহজে করতে পারবেন বলে আমি মনে করি। বিকাশে টাকা পাঠানোর নিয়ম গুলির মধ্যে ক্যাশ আউট সব থেকে সহজ পদ্দতি। 

Above all, আপনাদের বিকাশ ক্যাশ আউট এবং ব্যক্তিগত নম্বর থেকে আরেকটি ব্যক্তিগত নাম্বারে কিভাবে সহজে টাকা পাঠাতে পারেন সেই সম্পর্কে জানানো আমার মূল লক্ষ্য।

বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে টাকা সেন্ড পদ্দতি

একটি পার্সোনাল একাউন্ট থেকে আরেকটি পার্সোনাল একাউন্টে টাকা পাঠানোর পদ্ধতিকে সেন্ড মানি বলা হয়ে থাকে।

পার্সোনাল থেকে পার্সোনাল নম্বরে টাকা পাঠাতে আপনার অবশ্যই একটি পার্সোনাল নাম্বার থাকতে হবে।   

অন্যদিকে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার যদি পার্সোনাল একাউন্ট নাও থাকে তারপরও এখন আপনি বিকাশ থেকে তাকে টাকা সেন্ড করতে পারবেন নন বিকাশ ইউজার অপশন সিলেক্ট করে।

*247# ডায়াল করে বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানোর নিয়ম

বিকাশের ইউএসএসডি কোড *247# ডায়াল করে খুব সহজেই টাকা একটি পার্সোনাল একাউন্ট থেকে অন্য পার্সোনাল একাউন্টে পাঠানো যায়।

For instance, আপনাকে নিচের স্টেপ অনুসরণ করুন।

  • Firstly, মোবাইল ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *247#
  • ১ নম্বর অপশন থেকে সেন্ড মানি (Send money) সিলেক্ট করুন।
  • যেই পার্সোনাল একাউন্টে টাকা পাঠাবেন সেই বিকাশ নম্বরটি লিখুন।
  • নাম্বার পরবর্তী আপনাকে কত টাকা পাঠাবেন তা লিখতে হবে। 
  • একটি রেফারেন্স নাম্বার চাওয়া হবে।
  • এই ফিল্ডে আপনি যে কোন একটি সংখ্যা অথবা নাম অথবা একটা কোড লিখতে পারেন। সর্বোচ্চ 6 সংখ্যা পর্যন্ত।
  • বন্ধুরা এই পর্যায়ে আপনাদের মোবাইল স্ক্রিনে এতক্ষণ যে তথ্য আপনারা দিয়েছেন মোবাইল নাম্বার, টাকা এবং রেফারেন্স নাম্বার সকল তথ্য আপনাদের সামনে প্রদর্শিত হবে। 
  • উপরোক্ত সকল তথ্য গুলি সঠিক থাকলে আপনার পিন কোড দিয়ে ওকে চাপলেই টাকা সেন্ড মানি হয়ে যাবে।

আশা করি আপানি পার্সোনাল থেকে পার্সোনালে টাকা সেন্ড করতে আপনার কোন ধরনের সমস্যা হবে না।

Firstly, আপনাকে মনে রাখতে হবে যে bkash send money charge আপনার কাছ থেকে 5 টাকা কেটে থাকে. এটা সেন্ড মানি চার্জ.

Above all, আপনি জাকে টাকা সেন্ড করবেন তাকে যদি Bkash cash out charge সহ দিতে চান হাজারে 20 টাকা হারে প্রেরণ করতে হবে। 

Note: বর্তমানে বিকাশে টাকা পাঠানোর নিয়ম নতুন করেছে, বিকাশ গ্রাহক নয় এমন একাউন্টে টাকা প্রেরণ করার সুযোগ দিচ্ছে।

তবে উক্ত গ্রাহক বিকাশ একাউন্ট না থাকা সত্ত্বেও তার একাউন্টে টাকা পাবেন কিন্তু একাউন্ট ওপেন  করে টাকা বের করতে হবে।

এ পদ্ধতিতে টাকা প্রেরণ করতে গ্রাহককে দুই নম্বরে থাকা সেন্ড মানি নন বিকাশ ইউজার সিলেক্ট করতে হবে।

See More Article

Gp internet offer

Banglalink internet offer

For Example: ধরুন আপনি কাউকে 5000 টাকা দিতে চাচ্ছেন খরচসহ সে যেন পুরো 5000 পায় এটা আপনার লক্ষ্য।

তাহলে আপনাকে ওই নাম্বারে 5100 টাকা সেন্ড মানি করতে হবে তবে উক্ত ব্যক্তি ক্যাশ আউট খরচ বাদে 5000 টাকা ওনার হাতে নগদ বুঝে পাবেন।

অন্যথায় 4900 টাকা পাবেন।

বিষয়টি সঠিকভাবে বুঝে না থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ. 

*247# বিকাশ পার্সোনাল থেকে বিকাশ এজেন্ট নাম্বারে টাকা পাঠানোর নিয়ম

বিকাশ পার্সোনাল থেকে এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে হলে আপনার কাছে অবশ্যই একটি এজেন্ট নাম্বার থাকতে হবে।

এজেন্ট নাম্বার হচ্ছে বিকাশ ব্যবসায়ী নম্বর যারা কোম্পানি থেকে একটি নাম্বারে বিকাশ এজেন্ট নিয়ে থাকেন ব্যবসা করার জন্য।

  •  এই পদ্ধতিতে টাকা পাঠাতে আপনার মোবাইল থেকে ডায়াল করুন *247#
  •  দ্বিতীয়ত ক্যাশ আউট অফ অপশনটি সিলেক্ট করুন। 
  •  তৃতীয় আপনি দুইটি অপশন দেখতে পাবেন এখান থেকে এক নম্বরে থাকা এজেন্ট সিলেক্ট করুন। 
  •  তারপর এজেন্ট নম্বরটি চাপুন।  
  •  এজেন্ট নম্বরটি দেওয়ার পর টাকা দিয়ে ওকে করুন। 
  •  এখন আপনাকে আপনার স্ক্রিনে এজেন্ট নাম্বার এবং টাকার পরিমান দেখানো হবে। 
  •  টাকার পরিমান নাম্বার ঠিক থাকলে আপনার গোপন পিন কোড টি দিয়ে ওকে করুন। 
  •  সকল তথ্য ঠিক থাকলে আপনার প্রদানকৃত নাম্বারে টাকা চলে যাবে। 

Note: মনে রাখবেন একটি এজেন্ট নম্বরে টাকা সেন্ড করতে আপনার কাছ থেকে চার্জ কাটা হবে।

For instance, ধরুন আপনি 1000 টাকা সেন্ড করতে চাচ্ছেন যদি আপনার নম্বরে 1018 টাকা 50 পয়সা থাকে।

তবেই আপনি পুরো 1000 টাকা সেন্ড করতে পারবেন। 

For instance, যদি আপনি কাউকে টাকা খরচ দিতে না চান তাহলে 1000 টাকা খরচ কেতে আপনি 980 টাকা সেন্ড করবেন। 980 টাকা আপনার প্রদত্ত এজেন্ট নম্বরে চলে যাবে।

আপনার একাউন্ট থেকে 18 টাকা 50 পয়সার কাছাকাছি কেটে নেওয়া হবে. আশা আশাকরি বিষয় বুঝতে.

বিকাশে টাকা পাঠানোর চার্জ – বিকাশে টাকা পাঠানোর খরচ

পার্সোনাল থেকে পার্সোনাল কোন ধরনের খরচ হয় না তবে।

বিকাশ কোম্পানির সার্ভিস চার্জ হিসেবে 5 টাকা নিয়ে থাকেন।

১ মার্চ 2021 থেকে বিকাশ সেন্ড মানি চার্জ 25 হাজার টাকা পর্যন্ত প্রিয় নম্বরে ফ্রি এবং অন্যান্য নাম্বারে ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

25000 টাকার অধিক সেন্ড মানি হলে আপনার কাছ থেকে 10 টাকা কাটা হবে।

বিকাশ সেন্ড মানি চার্জ কিছু প্রিয় নাম্বারে ফ্রি রয়েছে যার লিমিট 25 হাজার টাকা পর্যন্ত।  

⇒বিকাশ এজেন্ট নাম্বারে ম্যানুয়ালি *247# করে খরচ হবে প্রতি হাজারে 18 টাকা 50 পয়সার মত। বাড়তি কোন ধরনের চার্জ নেই।

বিকাশ অ্যাপ থেকে কাশ আউট খরচ 

*247# ইউএসএসডি কোড ব্যবহার করে বিকাশ app ক্যাশ আউট খরচ থেকে বিকাশ অ্যাপ থেকে বিকাশ ক্যাশ আউট খরচ এক টাকার মতো কম।

বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট

এখন বিকাশে টাকা পাঠানোর নিয়ম এবং সেই সাথে বিকাশ পার্সোনাল একাউন্ট লিমিট সম্পর্কে অনেকেই জানতে চান। বর্তমান একটি পার্সোনাল একাউন্ট থেকে আপনি 2 লক্ষ টাকা পর্যন্ত সেন্ড মানি করতে পারবেন।

সেন্ড মানি করার ক্ষেত্রে দুই ধরনের লিমিট বিদ্যমান রয়েছে বিকাশ একাউন্টে।

একটি হচ্ছে দৈনিক, দিনে আপনি সেন্ড মানি বা ট্রান্সফার মানি আকারে একটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে 25 হাজার টাকার মতো সেন্ড মানি করতে পারবেন 50 বারে। 

আপনার মাসিক সেন্ড মানি লিমিট হচ্ছে 2 লক্ষ টাকা, আপনাকে দেয়া হচ্ছে 100 টাইমস ট্রানজেকশন। 

বিকাশ বেক্তিগত নম্বর থেকে ক্যাশ আউট করতে পারবেন 1 লক্ষ 50 হাজার টাকার মতো।

1 লক্ষ 50 হাজার টাকা ক্যাশ আউট লিমিট থেকে আপনি প্রতিদিন পাঁচবার এর সর্বোচ্চ 25 হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। 

For instance, আপনার মাসিক ক্যাশ আউট লিমিট 1 লক্ষ 50 হাজার টাকা সর্বমোট ট্রানজেকশন সংখ্যা ২০ টি।

বিকাশে টাকা পাঠানোর নিয়ম কি?

বিকাশে টাকা পাঠানোর নিয়ম হচ্ছে বিকাশ এজেন্ট থেকে ক্যাশ ইন করা।

পার্সোনাল বিকাশে কত টাকা রাখা যায়?

একটি পার্সোনাল বিকাশে আপনি যত খুশি টাকা রাখা যায়। তবে প্রতি মাসে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বের করতে পারবেন।

এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠানোর নিয়ম?

এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠানোর নিয়ম অনেক সময়, ব্যক্তিগত বিকাশ নাম্বার থেকে অন্য বিকাশ নম্বরে টাকা সেন্ড মানি করার জন্য বিকাশ মেন্যু থেকে সেন্ড মানি অপশন নির্বাচন করে টাকা সেন্ড করুন।

In conclusion, 

আশা করি আপনি বিকাশে টাকা পাঠানোর নিয়ম  সম্পর্কে জানতে পেরেছেন। বিকাশে টাকা পাঠানোর চার্জ, বিকাশে টাকা পাঠানোর লিমিট বিষয়ে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন।

বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানতে আমাদের কমেন্ট করতে পারেন।

ইন্টারনেট অফার, মিনিট অফার, কল রেট অফার সম্পর্কে সবার আগে জানতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন।

কমদামে মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার কিনতে ভিজিট করুনঃ এখানে ক্লিক করুন
বিডি অফার নিউজ ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
বিডি অফার নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন
সকল সিমের অফার সম্পর্কে জানতে ভিজিট করুনঃ www.bdoffernews.com সাইট ।

Leave a Comment