এই পোস্টে নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে আজকে আপনাদের জানাব। অনেকেই জানতে চাচ্ছেন নগদে কিভাবে একাউন্ট খোলা যায়। আবার অনেকে একাউন্ট খোলার সম্পর্কে জানেন কিন্তু নগদ একাউন্টে লগইন করতে পারছেন না। কিভাবে নগদ একাউন্টে লগইন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
বাংলাদেশে চলমান মোবাইল ব্যাংকিং সেবাসমূহের মধ্যে বর্তমানে গ্রাহকের পছন্দের শীর্ষে রয়েছে নগদ।
কেননা নগদ ক্যাশ আউট চার্জ, নগদ সেন্ডমানি চার্জ এবং অন্যান্য খরচ গুলো গ্রাহকের অনেক পছন্দ হয়েছে।
দিনে দিনে নগদে গ্রাহক বেড়েই চলছে। তাই নগদ খুব ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ পোস্ট অফিস এর সাথে চুক্তিবদ্ধ হয়ে 2020 সালের নগদের আগমন ঘটে।
হেডলাইন Off Contents
নগদ একাউন্ট খোলার পদ্ধতি । Nagad account open

এখন আপনি সহজেই নগদ এর একাউন্ট খুলতে পারবেন কাগজপত্রের কোন ধরনের ঝামেলা ছাড়াই। কিছুদিন আগে নগদ ঘোষণা করেছে বাংলাদেশের প্রতিটি মোবাইলে নগদ চালু করে দিয়েছে।
শুধুমাত্র পিন সেট করার মাধ্যমে আপনি নগন একাউন্ট চালু করতে পারবেন।
এখন আপনি হয়তো ভাবতে পারেন কিভাবে করবেন
নগদ একাউন্ট সেটিং করতে USSD CODE *167# ডায়াল করুন। নগদ USS code করে আপনি পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।
নির্দেশনা সমূহের মধ্যে রয়েছেঃ
- আপনার পিন কোড দিন ( চার সংখ্যার পিন )।
- পিন কোডটি পুনরায় প্রবেশ করুন। এভাবেই আপনার নগদ একাউন্ট ওপেন হয়ে যাবে।
নগদ একাউন্ট খুলেছেন কিন্তু তাদের পিনকোড মনে নেই তাদের কি করনীয়
নগদ একাউন্ট খোলা ফ্রি হয় নিজের জন্য একটি অ্যাকাউন্ট খুলে রেখেছেন অনেকেই। নিজের জন্য একটি অ্যাকাউন্ট খুলে রেখেছেন এই সুবিধাটুকু গ্রহণ করে অনেকেই।
কিন্তু অ্যাকাউন্ট পরবর্তী অনেকে নিজের লিংকটি সংরক্ষণ করতে ভুলে গেছেন তাই এখন নতুন করে পিনকোড মনে করতে পারতেছেন না।
তাদের নগদ একাউন্টে লেনদেন করতে পারেন না তাদের জন্য নগর থেকে রয়েছে বিশেষ ব্যবস্থা।
নগদ এজেন্ট পয়েন্ট থেকে নতুন নগদ একাউন্ট খোলার পদ্ধতি
নগদ তাদের এজেন্টদের উদ্যোক্তা বলে থাকে। ঘরে বসে নগদ একাউন্ট খোলার পদ্ধতি ও নগদ এজেন্ট পয়েন্ট থেকে নতুন নগদ একাউন্ট খোলার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে।
আপনি এখন খুব সহজেই একজন উদ্যোক্তার কাছে পৌঁছে নগদ একাউন্ট খুলতে পারেন। আপনাকে কিছু নিয়ে যেতে হবে না শুধু আপনি সিমটি সহ গেলেই চলবে।
আপনি বললে আপনার পিন কোড সেটসহ আপনাকে টাকা প্রবেশ করা দেওয়া পর্যন্ত এবং আপনার কিভাবে নগদ থেকে মোবাইল রিচার্জ করবেন সে সম্পর্কেও নগদ উদ্যোক্তা আপনাকে বলে দিবেন।
এখন নগদ উদ্যোক্তাদের কাছ থেকে আপনি খুব সহজেই একটি নগদ একাউন্ট খোলার পদ্ধতি থেকে একাউন্ট খুলে নিতে পারেন কোন ধরনের চার্জ ছাড়াই।
কোন ধরনের প্রশ্ন করা ছাড়াই আপনাকে একাউন্ট সচল করে দেবে। নগদ একাউন্ট খোলার পদ্ধতি অনেক সহজ, আপনি নিজে এজেন্টের সহয়তা নিতে পারেন।
আরও পড়ুনঃ
নগদ পিন কোড ভুলে গেলে করণীয়
প্রথমেই মনে করার চেষ্টা করুন যদি না মনে পড়ে তবে নগদ হেলপ্লাইন 16167 নম্বরে কল করুন।
নগদ হেল্পলাইনে আপনাকে কি ধরনের প্রশ্ন করা হতো হতে পারে
জিজ্ঞাসা করা হবে নগদ একাউন্টটি কার নামে।
এ প্রশ্নে হয়তো আপনি বিব্রত হতে পারেন, কিন্তু বিব্রত হওয়ার কিছু নেই। নগদ একাউন্টে মূলত যেই নামে সিম ক্রয় করা হয়েছে ওই নামে হয়ে থাকে।
তাই সিমটি কার নামে বা নগদ একাউন্ট কার নামে এই বিষয় টি আপনাকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন।
যদি আপনার নিজের নামে হয় তাহলে তো চিন্তার কিছু নেই।
সিমটি আপনার নিজের নামে হয় তবে আপনি তথ্য দিন, অন্যথায় সিমটি যে নামে আছে ওই নামের তথ্য সংগ্রহ করে তথ্য দিন।
কোন ধরনের লেনদেন না করে থাকেন তবে আপনাকে চিন্তিত হতে হবে না তারা একাউন্টের লেনদেন সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাইবে না।
অন্যদিকে যদি একাউন্ট থেকে আপনি লেনদেন করে থাকেন তবে আপনাকে সর্বশেষ দুটি লেনদেনের পরিমাণ, একাউন্টে থাকা টাকার পরিমাণ ও জিজ্ঞাসা করা হতে পারে।
আপনি আপনার একাউন্টের বর্তমান ব্যালেন্স না জানেন তবে আপনার একাউন্টে পুনরায় ৫০ টাকা ক্যাশ ইন করুন।
এসএমএস থেকে আপনি একাউন্টে থাকা টাকার পরিমান জানতে পারবেন।
আপনার একাউন্ট থেকে হওয়ার সর্বশেষ দুটি লাইন সম্পর্কে জানতে চাওয়া হবে।
এখানে উল্লেখ্য যে লেনদেনের ধরনটি হচ্ছে আপনার একাউন্ট থেকে টাকা আপনি ফরজ করেছেন কাউকে পাঠিয়েছেন ওই টাকা।
সকল নগদ তথ্য ঠিক থাকলে নগদ একাউন্ট অফিসারঃ আপনার একাউন্টে পিন রিসেট করে দিবেন।
See More Article
নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত
রিসেট করে দিলে সম্পূর্ণ নতুন একাউন্ট এর মত আপনাকে আবারও *১৬৭# ডায়াল করে নগদে পিন সেট করে নিতে হবে।
- এখন আপনি পূর্বের পাসওয়ার্ড ব্যবহার না করে সম্পূর্ণ পাসওয়ার্ড ব্যবহার করুন।
- নগদ এর পিন সেট করতে *১৬৭# ডায়েল করে মেনুতে প্রবেস করুন।
- এখন একটি চার সংখ্যার পিন প্রবেশ করা।
- তবে মনে রাখবেন সংখ্যাগুলো যেন এলোমেলো হয় স্বরূপ 2579।
- প্রথমবার যে চার সংখ্যার পিন দিয়েছেন পুনরায় একই পিনকোড আবারো চাপুন।
- ওকে করুন সবকিছু ঠিক থাকলে আপনার নগদ একাউন্ট সচল হয়ে যাবে।
নগদ একাউন্ট বন্ধ করার পদ্ধতি
নগদ একাউন্ট খোলা যতটা সহজ নগদ একাউন্ট বন্ধ করা তার থেকে কিছুটা হলেও বেশি ঝামেলাপূর্ণ।
কেননা নগদ একাউন্ট বন্ধ করার জন্য আপনাকে প্রথমে আপনার নগদ একাউন্টের ব্যালেন্স জিরো করে নিতে হবে এবং তারপর নগদ কাস্টমার কেয়ারে ভিজিট করতে হবে।
See More Article
Nagad Pin Code Reset System | নগদ একাউন্টের পিন কোড পরিবর্তন
উপসংহার
আশা করি আপনি নগদ একাউন্ট খোলার পদ্ধতি সঠিকভাবে জানতে পেরেছেন। এই বিষয়ে আপনি আরও বিস্তারিত তথ্য পেতে নগদ হেল্প লাইন ১৬১৬৭ নম্বরে কল করতে পারেন। এই পোস্ট টি কেমন লেগেছে এবং সম্পর্কে কোন মন্তব্য থাকলে আমাদের কমেন্ট করে জানান।
আমাদের ফেসবুক পেজে জয়েন করুন। Click here..
নগদ একাউন্ট খোলার পদ্ধতি কি?
বর্তমানে বাংলাদেশের যেকোনো অপারেটরের সিম ব্যবহার করেন না কেন আপনি শুধুমাত্র পিন সেট করার মাধ্যমেই নগদ মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন। নগদ একাউন্ট খোলার পদ্ধতি হচ্ছে আপনি আপনার সিম থেকে *১৬৭# ডায়াল করুন। তারপর আপনার পছন্দের চার সংখ্যার পিন কোড সেট করার মাধ্যমে নগদ একাউন্ট সচল হয়ে যাবে।